Home / সারাদেশ / রংপুর বিভাগ / ডিমলায় জাতীয় শোক দিবস পা‌লিত

ডিমলায় জাতীয় শোক দিবস পা‌লিত

ডিমলা (নীলফামারী) প্রতি‌নি‌ধিঃ  ডিমলা উপ‌জেলা প্রশাস‌নের অা‌য়োজ‌নে স্বাধীনতার স্থপ‌তি বাঙ্গা‌লি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৫ তম শাহাদাৎ বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। এ উপল‌ক্ষে উপ‌জেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রা‌য়ের সভাপ‌তি‌ত্বে উপ‌জেলা চত্ব‌রে অা‌য়ো‌জিত অা‌লোচনা সভায় প্রধান অতি‌থি ছি‌লেন, সংসদ সদস‌্য বীর মু‌ক্তি‌যোদ্ধা অালহাজ্ব অাফতাব উ‌দ্দিন সরকার ও বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন উপ‌জেলা চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা ত‌বিবুল ইসলাম, অ‌ফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম,উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান নী‌রেন্দ্র নাথ রায়, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান অায়শা সি‌দ্দিকা, অা,লীগ ডিমলা উপ‌জেলা শাখার সাঃ সম্পাদক অা‌নোয়ারুল হক সরকার মিন্টু, অা, লীগ নেতা স‌হিদুল ইসলাম, অধ‌্যক্ষ মোখ‌লেছুর রহমান, অধ‌্যক্ষ হা‌শিম হায়দার অপু প্রমুখ।

Check Also

যমুনা নদীতে নৌ-দুর্ঘটনায় কৃষকের মৃত্যু : আহত ৪

যমুনা নিউজ বিডিঃ যমুনা নদীর বাগচর নামকস্থানে নৌ-দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক কৃষকের মৃত্যু …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com