Home / সারাদেশ / টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

যমুনা নিউজ বিডি:  কক্সবাজারের টেকনাফে এখনো মাদকের চালান পাচার অব্যাহত রয়েছে। বিজিবি অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে।

জানা যায়, রবিবার ভোর পৌনে চারটার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম আছাদুদ-জামান চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের বিশেষ টহল দল নিয়ে আলীর ডেইল সড়কে নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা আয়ত্বে নিয়ে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। সিএনজি শুল্ক গুদামে জমা দেয়ার পর ইয়াবা সমূহ পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

Check Also

বগুড়ায় শহীদ জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

মমিন রশীদ বগুড়া ঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্ম বার্ষিকী …

Powered by themekiller.com