Home / নারী ও শিশু / টেকনাফে পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু

টেকনাফে পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ কক্সবাজারের টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ি ছড়ার পানিতে ডুবে মোহাম্মদ রিয়াজ (৭) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ই-বল্কের মোহাম্মদ ইউনুছের ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন নিহত শিশুর লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আলীখালি রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ি ছড়ায় গোসল করতে গিয়ে রিয়াজ নিখোঁজ হয়। পরে আশেপাশের রোহিঙ্গারা এগিয়ে এসে খোঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে লেদার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের ডেভেলমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ‘পাহাড়ি ছড়া থেকে ভাসমান ক্যাম্পের এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে আইওএম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়টি পুলিশকে অবহিত করে লাশ দাফনের প্রস্তুতি চলছে।

টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মোহাম্মদ মনির বলেন, এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Check Also

বগুড়ায় ট্রাকচাপায় ২ জনের প্রাণহানি

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরে খামারকান্দি নামক স্থানে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, দেলওয়ার হোসেন …

%d bloggers like this:

Powered by themekiller.com