Home / অপরাধ-আদালত / টাঙ্গাইলে ইভটিজিংয়ের দায়ে চার বখাটে আটক

টাঙ্গাইলে ইভটিজিংয়ের দায়ে চার বখাটে আটক

যমুনা নিউজ বিডি ঃ টাঙ্গাইলে আলোচিত ইভটিজিংয়ের ভিডিও ফুটেজ ভাইরালের ঘটনায় চারজন বখাটেকে আটক করেছে টাঙ্গাইল পুলিশ। বুধবার ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সকালে টাঙ্গাইল পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গত রবিবার বিকেলে শহরের ক্যাপসুল মার্কেটের সামনে এক তরুণ বন্ধুদের নিয়ে ফেসবুক লাইভে এসে কয়েক তরুণীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সেই ভিডিওটি ফেসবুকের কয়েকটি গ্রুপে শেয়ার করে এক তরুণী। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরই প্রেক্ষিতে টাঙ্গাইল ডিবি পুলিশ আজ ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে ঐ ঘটনায় দায়ী চার বখাটেকে আটক করে।

আটককৃতারা হচ্ছেন তৌহিদুর রহমান রাতুল, রাকিব আলম, রবিন হাসান ও কাউছার আহমেদ। তারা দীর্ঘদিন ধরে শহরের ক্যাপসুল মার্কেটের সামনে মেয়েদেরকে ইভটিজিং করতো। তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Check Also

অবৈধপথে প্রবেশকালে বেনাপোলে আটক ৫

যমুনা নিউজ বিডি:  ভারত থেকে সীমান্তের অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে …

Powered by themekiller.com