Home / সারাদেশ / ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ, সমাবেশ পণ্ড

ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ, সমাবেশ পণ্ড

যমুনা নিউজ বিডি ঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

আজ রবিবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করতে চাইলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিলে পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা সমাবেশ করতে চাইলে নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। কোনো ভাবেই কর্মসূচি করতে দেয়নি পুলিশ।

এ ব্যাপারে ঝালকাঠি থানার উপপরিদর্শক মো. সরোয়ার হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এজন্য পুলিশ রাস্তায় কোনো কর্মসূচি করতে দেয়নি।

Check Also

কোটালীপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ইউপি সদস্য জেলহাজতে

যমুনা নিউজ বিডি ঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাকন মৃধা (৩৬) নামের এক ইউপি সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তার …

Powered by themekiller.com