Home / সারাদেশ / জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত আট, আহত ৩০

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত আট, আহত ৩০

যমুনা নিউজ বিডি: জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া পুলিশ বক্সের কাছে যাত্রীবাহী বাস উল্টে আটজন নিহত ও কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও তিন জন শিশু।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মমিনুল হক জানান, বগুড়া থেকে জয়পুরহাটগামী এমপি পরিবহন নামের যাত্রীবাহী বাস জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া পুলিশ বক্সের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই পাঁচ জন নারী ও তিন শিশু মারা যান। তাদের বাসের ভেতর থেকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি গাইবান্ধা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেলেও নিশ্চিত হওয়া যায়নি।

এ সময় অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুন্নবী জানান, দুর্ঘটনায় ২২ জন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আরো রোগী আসছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।

Check Also

বগুড়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানব বন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার আয়োজনে মঙ্গলবার শহরের সাতমাথায় মানব বন্ধন কর্মসূচী …

Powered by themekiller.com