Home / শিক্ষাঙ্গন / জয়পুরহাটে বাসচাপায় কারিগরি শিক্ষক নিহত

জয়পুরহাটে বাসচাপায় কারিগরি শিক্ষক নিহত

যমুনা নিউজ বিডি ঃ জয়পুরহাট শহরের খঞ্জনপুর খেলার মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকিয়া সুলতানা (২২) নামের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক নিহত হয়েছে। নিহতের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার গোপালপুর গ্রামে। তার বাবার নাম ডলার হোসেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যায় জাকিয়া সুলতানা গ্রামের বাড়ি থেকে অটোরিকশায় জয়পুরহাট শহরের বকুল ছাত্রীনিবাসে ফিরছিলেন। খঞ্জনপুর খেলার মাঠ এলাকায় আসার পর অটোরিকশা থেকে ওই শিক্ষক পড়ে গেলে বিপরীতমুখী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক বলেন, ‘অটোরিকশায় ওই শিক্ষক জয়পুরহাট আসার সময় অটোরিকশা থেকে পড়ে গেলে যাত্রীবাহী বাসের চাপায় তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের মিছিল ও সমাবেশ

বগুড়া : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, …

Powered by themekiller.com