যমুনা নিউজ বিডি ঃ জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মিলন হোসেন (২১)। মিলন হোসেন উপজেলার খঞ্জনপুর (পূর্ব পাড়া) গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। মঙ্গলবার রাতে সদর উপজেলায় চকশ্যাম এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার রাতে চকশ্যাম এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ মিলনকে আটক করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হরা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।