Home / জাতীয় / জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদার আপিল বিষয়ে সিদ্ধান্ত বিকালে

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদার আপিল বিষয়ে সিদ্ধান্ত বিকালে

যমুনা নিউজ বিডি: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের বিষয়ে আদেশ আজ বুধবার বিকালে দেবেন হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবী ব্যরিস্টার নওশাদ জমির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বেলা সাড়ে ৩টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অর্থের উৎসের বিষয়টি স্পষ্ট করার জন্য অতিরিক্ত সাক্ষ্যগ্রহণ চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের আদেশ না দেয়ায় চেম্বার আদালতে আবেদন করেছেন আইনজীবীরা। আজ বুধবার চেম্বার আদালতে এ আবেদনের শুনানি হবে বলে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার এ মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করে। শুনানিতে দুদক আইনজীবী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বৃদ্ধি করে যাবজ্জীবন চান। তবে অ্যাটর্নি জেনারেল পাঁচ বছরের সাজাই বহাল চেয়েছেন। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য করেন।

Check Also

রাতে সিলামারা ঠেকাতে ব্যালট যাবে সকালে : ইসি সচিব

যমুনা নিউজ বিডি: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, রাতের বেলা ব্যালট বাক্স ভরাসহ …

Powered by themekiller.com