Home / জাতীয় / জাহালমের জেল খাটায় দায়ীদের খুঁজে বের করার নির্দেশ আদালতের

জাহালমের জেল খাটায় দায়ীদের খুঁজে বের করার নির্দেশ আদালতের

যমুনা নিউজ বিডি:   বিনা দোষে জাহালমের তিন বছর জেলে থাকার পেছনে কারা জড়িত- তা খুঁজে বের করতে আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার  হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২ মে পরবর্তী দিন ঠিক করেছেন। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্ত নথি দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান এবং জাহালমের পক্ষে ছিলেন আইনজীবী অমিত দাস গুপ্ত। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

আদালতে আজ (বুধবার) জাহালমও উপস্থিত ছিলেন। মামলার ফাইল না আসায় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সময় চেয়ে আবেদন করেন।

Check Also

বিএনপিকে ছাড়াই শুরু সংসদ অধিবেশন

যমুনা নিউজ বিডি: নির্বাচিত হওয়ার পরও শপথ নেননি বিএনপির ছয়জন সংসদ সদস্য। তাঁদের ছাড়াই চলতি …

Powered by themekiller.com