Breaking News
Home / সারাদেশ / জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

যমুনা নিউজ বিডি ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুচিকিৎসা ও কারামুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সকালে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, আনিসুর রহমান বিপ্লব, লোকমান আহাম্মেদ খান লোটন, কাজী মসিউর রহমান, মাইন উদ্দিন বাবুল, শ্রমিক দল নেতা শেখ আব্দুস সোবহান, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম খান সজিব ও মৎস্যজীবী দল নেতা আব্দুল হালিম প্রমুখ।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা ও তাঁর কারামুক্তির দাবি জানান। অন্যথায় আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

Check Also

মুক্তিপণের দাবিতে অপহৃত নারী উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

যমুনা নিউজ বিডি:  মুক্তিপণের দাবিতে রাজশাহীর দুর্গাপুর থেকে অপহৃত এক নারীকে গাজীপুরের মৌচাক থেকে উদ্ধার করেছে …

Powered by themekiller.com