Home / শিক্ষাঙ্গন / জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল, পিএইচডি, এমবিএ ভর্তির আবেদন ১০ আগস্ট শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল, পিএইচডি, এমবিএ ভর্তির আবেদন ১০ আগস্ট শুরু

যমুনা নিউজ বিডিঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমফিল, পিএইচডি, অন-ক্যাম্পাস মাস্টার অব এডভান্সড স্টাডিজ (এমএএস) ও এডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন আগামীকাল (১০ আগস্ট) থেকে শুরু হবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. ফয়জুল করিম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমফিল, পিএইচডি, অন-ক্যাম্পাস মাস্টার অব এডভান্সড স্টাডিজ (এমএএস) ও এডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি আবেদন অনলাইনে আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে।

আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে।

এছাড়া বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে বলে জানান তিনি।

Check Also

আগামী সপ্তাহে এইচএসসির রুটিন

যমুনা নিউজ বিডিঃ আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com