যমুনা নিউজ বিডিঃ নামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবর্ষণ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকেলে সৈয়দপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল হাসান এর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন রবিবার বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অস্ত্রের মহড়ার বিষয়টি তদন্তাধীন।