Breaking News
Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী শাক ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদের সমানে ৪০ জন কৃষকের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার। এ সময় ৪০ জন কৃষকের প্রত্যেককে লাল শাক, কলমি, মুমুলা, ডাটা শাক, শশা, লাউ, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ প্রদান করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমূল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিক আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ আকরাম প্রমুখ।

এ সময় কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা জানান, ‘প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার অংশ হিসেবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৩০০ জন কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমের আওতায় ২০২০-২১ অর্থ বছরে পর্যায়ক্রমে এসব শাক ও সবজি বীজ বিতরণ করা হবে।

Check Also

মহালছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলার অন্তর্গত মনাটেক গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com