Home / জাতীয় / চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২২ আগস্ট

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২২ আগস্ট

যমুনা নিউজ বিডি ঃ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, আগামী ২২ আগস্ট বুধবার সারাদেশ উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে আয়োজিত সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল শনিবার সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২১ আগস্ট সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা তাদের প্রিয় বস্তু মহান আল্লাহর নামে উৎসর্গ করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজব্রত পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।

এবার ঈদে ২১, ২২ ও ২৩ আগস্ট সরকারি ছুটি থাকবে।

Check Also

এবারের নির্বাচনে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে

যমুনা নিউজ বিডি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৩০ …

Powered by themekiller.com