Breaking News
Home / নারী ও শিশু / চট্টগ্রামে বাসে ছাত্রী হেনস্তা চালক ও সহকারী আটক

চট্টগ্রামে বাসে ছাত্রী হেনস্তা চালক ও সহকারী আটক

যমুনা নিউজ বিডি ঃ যাত্রীবাহী একটি বাসে ছাত্রী হেনস্তার অভিযোগে গতকাল শনিবার চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরীর ১০ নম্বর রুটের বাসটি আটক করে ভাঙচুর চালিয়েছে। পুলিশে সোপর্দ করা হয়েছে অভিযুক্ত চালক রাসেল (২৬) ও সহকারী হানিফকে (২৮)। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সহপাঠী নাঈমুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের হাজারি লেন ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টায় মিডটার্ম পরীক্ষা ছিল। এ জন্য নেভিগেট এলাকা থেকে ১০ নম্বর রুটের বাসটিতে ওঠেন ওই ছাত্রী। সকালে বৃষ্টি হওয়ার কারণে সড়কে লোকজন ও বাস কম ছিল। বাসে মাত্র দুজন যাত্রী ছিল। চালক, হেলপারসহ অন্যরা ছাত্রীকে দেখে অশালীন অঙ্গভঙ্গি করলে তিনি ভীত হয়ে পড়েন। সল্টগোলা এলাকায় বাস পৌঁছার পর ছাত্রী নেমে যাওয়ার চেষ্টা করলে হেলপার হাত চেপে ধরে নামতে বাধা দেয়। ছাত্রী জোর করে বাস থেকে নেমে অন্য যানবাহনে ক্যাম্পাসে পৌঁছেন। পরীক্ষায় অংশগ্রহণের পর বিষয়টি সহপাঠীদের জানান। নগরীর ওয়াসা এলাকায় একই বিশ্ববিদ্যালয়ের অন্য একটি ক্যাম্পাসের সহপাঠীরাও ছাত্রী হেনস্তার খবর পায়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়াসা মোড়ে অবস্থান নেয়। তারা বাসটি শনাক্ত করে চালক ও হেলপারকে আটক করে। অভিযুক্তদের চকবাজার থানায় সোপর্দ করা হয়।

চকবাজার থানার ওসি মীর মো. নূরুল হুদা বলেন, ‘উত্তেজিত শিক্ষার্থীরা ১০ নম্বর রুটের অন্তত ১০টি বাস তল্লাশি করে। এর মধ্যে একটি বাসকে শনাক্ত করে চালক ও হেলপারকে আটক করেছে। তাদের থানায় সোপর্দ করা হলেও ঘটনাটি ইপিজেড এলাকার। সে কারণে আটক ব্যক্তিদের ইপিজেড থানায় হস্তান্তর করা হবে।’

ইপিজেড থানার ওসি এহছানুল আলম বলেন, ‘ছাত্রীর মা বাদী হয়ে মামলা করছেন। তাতে আসামি করা হচ্ছে আটক চালক রাসেল ও সহকারী হানিফকে।’

Check Also

শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান বাশার

আগামী মার্চ মাসে আসন্ন উপজেলা নির্বাচনে শাজাহানপুর উপজেলা থেকে চেয়ারম্যান পদে লড়তে আগ্রহী উপজেলা বিএনপি’র …

Powered by themekiller.com