Home / খেলাধুলা / গড়পড়তা খেলে বিশ্বকাপ জিতেছে ভারত : সাবেক কোচ

গড়পড়তা খেলে বিশ্বকাপ জিতেছে ভারত : সাবেক কোচ

যমুনা নিউজ বিডি: ইংল্যান্ড বিশ্বকাপের আগে বেশ বড় একটা বোমা ছাড়লেন ভারতের সাবেক কোচ গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা এখন চলতি আইপিএলের সবচেয়ে ব্যর্থ দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচিং করাচ্ছেন। আইসিসির সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেছেন, মহেন্দ্র সিং ধোনির ভারত ২০১১ বিশ্বকাপের শিরোপা জিতলেও মাঠের খেলাটা মোটেও ভালো খেলেনি তারা! ওই বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ভারত।

কারস্টেন বলেন, ‘টুর্নামেন্টজুড়ে আমরা গড়পড়তা ক্রিকেট খেলেছি। কোয়ার্টার ফাইনাল ম্যাচটা অবশ্য খুব ভালো ছিল, বেশ চাপের মুখে আমাদের খেলতে হয়েছে। তবে তখন আমার কেবলই মনে হচ্ছিল খুব একটা ভালো না খেলেও আমরা জিতছিলাম। তাহলে ভালো খেললে কী হতো ভাবুন একবার…।’

ফাইনালে ২৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ভারত ঘুরে দাঁড়ায় গৌতম গম্ভীর, বিরাট কোহলি আর ধোনির ব্যাটে ভর করে। এজন্য কারস্টেনের কোচিং আর ধোনির দুর্দান্ত নেতৃত্বের প্রশংসা না করলেই নয়। কারস্টেন নিজেই বলেছেন, ‘কয়েকটা উইকেট হয়তো পড়ে গেছে, সমস্যা কী? আরও অনেক ভালো খেলোয়াড় তো ছিল। শুধু একটা সেঞ্চুরির দরকার ছিল। গৌতম গম্ভীর ৯৭ রান করে সেই দাবি মিটিয়েছে। ও ছিল আমাদের ব্যাটিং স্তম্ভ। তাকে চারপাশে ছিল দুর্দান্ত সব খেলোয়াড়।’

ফাইনালে ধোনি কেন যুবরাজের আগে ব্যাটিংয়ে নেমেছিলেন, সেটা ব্যখ্যা করে কারস্টেন বলেন, ‘আসলে ড্রেসিংরুমে একটা ভাবনা ছিল যে, মুত্তিয়া মুরালিধরনের বিপক্ষে  ডান-বাম কম্বিনেশনটা থাকা দরকার। তাই (বামহাতি) যুবরাজের বদলে (ডানহাতি) ধোনিকে নামানো হয়। ধোনি নিজেই আমার কাছে আগা ব্যাটিংয়ে নামার কথা বলেছিল। আমার না করার কারণ ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটা টান টান হয়েছে।’

Check Also

বাংলাদেশের পঞ্চপাণ্ডবকে যেভাবে মূল্যায়ন করলেন রমিজ

যমুনা নিউজ বিডিঃ বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড …

Powered by themekiller.com