Home / শিক্ষাঙ্গন / গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

যমুনা নিউজ বিডি ঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রী সানজিদা খাতুনের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সানজিদা স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। নিহত সানজিদা খাতুন ওই এলাকার পারভেজ মিয়ার মেয়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি জহির উদ্দিন বলেন, দুপুরে ভাদার্ত্তি এলাকায় সানজিদা খাতুনসহ তিন শিশু বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সানজিদা শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হয়।

স্থানীয় এলাকাবাসী তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।

Check Also

কুমিল্লার চলন্ত সিএনজিতে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, নিহত ৪

যমুনা নিউজ বিডি ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে …

Powered by themekiller.com