Home / রাজনীতি / গুলশান কার্যালয়ে চলছে বিএনপির বৈঠক

গুলশান কার্যালয়ে চলছে বিএনপির বৈঠক

যমুনা নিউজ বিডি : চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দফায় দফায় বৈঠক চলছে। এ বৈঠক চলাকালে গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টে সদ্য যোগ দেয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে এতথ্য জানা গেছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এমনটাই জানিয়েছেন, বিকেলে বিএনপির সম্পাদকমণ্ডলী এক জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠক শেষ হয় সন্ধ্যা সাতটার দিকে। এর পরই শুরু হয় দলের সিনিয়র নেতাদের বৈঠক। দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্যরা এ বৈঠকে অংশ নিয়েছেন।

জানা গেছে, গণভবনে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত সংলাপ পরবর্তী করণীয় ঠিক হবে দলের এ বৈঠকগুলোতে।

Check Also

খালেদা জিয়া কখনও আপোষ করবেন না, শপথ নিলে হবেন জাতীয় বেইমান: অলি

যমুনা নিউজ বিডি: ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) …

Powered by themekiller.com