Home / বিনোদন / গাঙচিল’ সিনেমার শুটিং সেটে হঠাৎ অসুস্থ পূর্ণিমা

গাঙচিল’ সিনেমার শুটিং সেটে হঠাৎ অসুস্থ পূর্ণিমা

যমুনা নিউজ বিডিঃ দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সরগরম হয়েছে শুটিং স্পট। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ দিয়ে দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।১৭ অক্টোবর যোগ দিয়েছিলেন সিনেমার শুটিংয়ে। আর সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। দ্রুতই শুটিং থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে যান।

নায়িকার অসুস্থতার খবর গণমাধ্যমকে জানিয়েছেন ‘গাঙচিল’- এর পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। তিনি বলেন, এফডিসিতে সেট তৈরি করে করোনার পর দীর্ঘ বিরতি দিয়ে নতুন করে কাজ শুরু হয়েছিল ‘গাঙচিল’- এর শুটিং। সেটেই অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। তার অসুস্থতার পর শুটিং বন্ধ রয়েছে। পূর্ণিমা সুস্থ হলে শুটিং শুরু হবে। হয়তো কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখতে হবে।প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমা ‘গাঙচিল’। ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Check Also

নিজের নাম বদলে দিলেন দীপিকা!

যমুনা নিউজ বিডিঃ ছিল ‘দীপিকা পাড়ুকোন’। হয়ে গেল ‘তারা’। হঠাৎ টুইটারে নিজের নাম বদলে দিলেন …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com