Home / অপরাধ-আদালত / গাইবান্দা হাকিমপুরে ফেন্সিডিল ইয়াবা সহ মহিলা ও পুরুষ ৫ জন গ্রেফতার

গাইবান্দা হাকিমপুরে ফেন্সিডিল ইয়াবা সহ মহিলা ও পুরুষ ৫ জন গ্রেফতার

যমুনা নিউজ বিডি ঃ মাহাবুব হোসেন মেজর, সভাপতি, হাকিমপুর রিপোটার্স ক্লাবঃ গত ২১জুন/২০১৮ ইং তারিখ দুপরে গাইবান্দা র‍্যাব -১৩ এ এস পি হাবিবুর রহমান ও তার সর্ঙ্গীয় ফোর্সদের সংগে করে হাকিমপুরে হিলি, ধরন্দা ফকিরপাড়া সহ হিলির বিভিন্ন স্হানে পৃথক পৃথক অভিযান চালিয়ে দিনাজপুর জেলার ধরন্দা ফকিরপাড়ার মোঃ বাবু শেখ(২০) পিতা মোঃ কাশেম শেখকে ৪ বোতল ভারতীয় ফেন্সিডিল,মোঃ ছোটন শেখ(১৯) পিতা মোঃ বিপ্লব শেখকে ৩ বোতল ফেন্সিডিল, নওপাড়া গ্রামের শামসুল হকের স্ত্রী মোছাঃ ছানোয়ারা বেগম (৪৫)কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, চুড়িপট্টি দঃ বাসুদেবপুরের মোঃ আবু সাঈদের ছেলে সজল (২৫) কে ৫ বোতল ফেন্সিডিল, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তরগোপালপুর গ্রামের ইয়াছির হোসেনের ছেলে মোঃফরহাদ হোসেন (২০) কে ৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করেন।

Check Also

শেরপুরে বিষপানে শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা

যমুনা নিউজ বিডি:  শেরপুর উপজেলায় স্বামীর ওপর অভিমান করে বিষপানে ছয় মাসের শিশু সন্তানসহ মা …

Powered by themekiller.com