Home / রাজনীতি / খালেদা জিয়াকে জোর করে কারাগারে নেওয়া হয়েছে : রিজভী

খালেদা জিয়াকে জোর করে কারাগারে নেওয়া হয়েছে : রিজভী

যমুনা নিউজ বিডি:  খালেদা জিয়াকে জোর করে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, তার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত বিএসএমএমইউ হাসপাতালে রাখার দাবি জানাচ্ছি।

খালেদার চিকিৎসা শেষ না হলেও তাকে জোর করে কারাগারে নেওয়া হয়েছে দাবি করে রিজভী বলেন, নেত্রীর চিকিৎসা শেষ না করে আবারও কারাগারে নিয়ে গেছে। এটা একটা ভয়ঙ্কর নীল নকশা। ভয়ঙ্কর অশুভ পরিকল্পনা।

এ সময় রিজভী অভিযোগ করেন, রাজশাহীতে ঐক্যফ্রন্টের আসন্ন জনসভাকে কেন্দ্র করে নওগাঁ ও রাজশাহী জেলায় পরিকল্পিতভাবে বাস ধর্মঘট আহ্বান করা হয়েছে।

Check Also

খালেদা জিয়া কখনও আপোষ করবেন না, শপথ নিলে হবেন জাতীয় বেইমান: অলি

যমুনা নিউজ বিডি: ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) …

Powered by themekiller.com