Home / আন্তর্জাতিক / ক্রাইস্টচার্চে ২ মসজিদে হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ৫০

ক্রাইস্টচার্চে ২ মসজিদে হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ৫০

যমুনা নিউজ বিডি:  ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলিতে নিহতদের সংখ্যা বেড়ে এখন ৫০ জনে দাঁড়িয়েছে। মসজিদের ভেতর তল্লাশি করে আরেকজনের মৃতদেহ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের ওপর অতর্কিত এ হামলা চালায় অস্ট্রেলিয়ার এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। মর্মান্তিক এই হামলায় নিহতদের মধ্যে মধ্যে তিন বছরের শিশু থেকে ৭৭ বছর বয়সী বৃদ্ধও রয়েছেন।

হামলায় চার নারীও নিহত হয়েছেন। নিহতদের বিস্তারিত তালিকা এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি। তবে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের নাগরিকরা নিহত হয়েছেন। এমনকি একই পরিবারের দুই প্রজন্মের সদস্যও নিহতের তালিকায় রয়েছে।

এখন পর্যন্ত ৪৪ পুরুষ, চার নারী ও এছাড়াও নিখোঁজ দুইজনের নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

Check Also

টাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহত ৬০

যমুনা নিউজ বিডি:  ইরাকের মসুল শহরের কাছে টাইগ্রিস নদীতে নৌকাডুবিতে অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। …

Powered by themekiller.com