Home / খেলাধুলা / কোহলি-আনুশকার মিলিত সম্পত্তির পরিমাণ কত?

কোহলি-আনুশকার মিলিত সম্পত্তির পরিমাণ কত?

যমুনা নিউজ বিডি ঃ একজন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন তথা বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটারদের অন্যতম। মাঠে দাপিয়ে বেড়ান। অন্যজন বলিউডের মহা তারকা। নিত্যনতুন চরিত্র নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করেন। তারা হলেন এই মুহূর্তে ক্রিকেট এবং বিনোদন দুনিয়ায় সবচেয়ে আলোচিত দম্পতি। বিরাট কোহালি এবং আনুশকা শর্মা।

দুজনেই নিজের নিজের পেশায় পুরোপুরি সফল। সেই সাফল্যের আর্থিক মাপকাঠি জানলে অবাক হতে পারেন। দুজনের মিলিত সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী ২ বছরের মধ্যে এই দম্পতির সম্পত্তির পরিমাণ হতে চলেছে ১ হাজার কোটি রুপি! যদিও এ নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কোহলি-আনুশকা।

বিরাট এখনও পর্যন্ত শুধু ক্রিকেটেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু আনুশকা অভিনয়ের পাশাপাশি খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা। বেশ কিছু ছবির প্রযোজক তিনি। সব মিলিয়ে তার ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেই মনে করেন বলিউডের একাংশ। তাই দুজনের মিলিত সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা বা তার বেশিই হতে পারে বলেই ধারণা অনেকের।

Check Also

আগে দল পরে ব্যাটিং অর্ডার : কোহলি

যমুনা নিউজ বিডি: বিশ্বকাপের দল একরকম ঠিকই ছিল ভারতের। যত আলোচনা একাদশে চার নম্বরে ব্যাট …

Powered by themekiller.com