Breaking News
Home / জাতীয় / কোটা বহালের দাবিতে শাহবাগে গণ-অবস্থান

কোটা বহালের দাবিতে শাহবাগে গণ-অবস্থান

যমুনা নিউজ বিডি ঃ মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটাসহ সব সুযোগ-সুবিধা বহাল রাখার দাবিতে শাহবাগে গণ-অবস্থান র্কমসূচি পালন করছে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো।

আজ রবিবার বেলা ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘সম্মিলিত মুক্তিযোদ্ধা প্রজন্ম’ এর ব্যানারে এই গণ-অবস্থান কর্মসূচি শুরু করে তারা।

এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশ গড়তে হলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার কোনো বিকল্প নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই কোটা বাতিলের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করবেন।

কর্মসূচিতে ঢাবি সম্মিলিত মুক্তিযোদ্ধা প্রজন্মের আহ্বায়ক আশিকুর রহমান, সংগঠনের সদস্য আলী রেজা, মাহবুবুল আলম, অভিজিৎ সরকার, মনিরা আক্তার, রিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত রয়েছেন।

Check Also

ওলামা, মুক্তিযোদ্ধা ও এতিমদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

যমুনা নিউজ বিডি ঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ আলেম-ওলেমা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠদের পরিবারের …

Powered by themekiller.com