Home / সারাদেশ / কোটালীপাড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনাসভা

কোটালীপাড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনাসভা

যমুনা নিউজ বিডি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপুর গ্রামের সচেতন নাগরিকের ব্যানারে এ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে একটি শোভাযাত্রা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ত্রিমুখী বাজারে এসে একটি আলোচনাসভায় মিলিত হয়। আলোচনাসভায় বিশিষ্ট নাট্য অভিনেতা মীর সাব্বির, নাট্যকার আকাশ রঞ্জন রায়, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস প্রমুখ বক্তব্য রাখেন।

Check Also

ব্রাহ্মনবাড়িয়ায় মাইক্রোবাস খাদে : নিহত ৫

যমুনা নিউজ বিডি: ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার …

Powered by themekiller.com