Home / বিনোদন / ‘কি চেনা যায়’:পরীমনি

‘কি চেনা যায়’:পরীমনি

সারাবিশ্বের মতো বাংলাদেশের মানুষ করোনাভাইরাসের দুর্যোগ পার করছে। তবে দুই মাস ধরে স্বাস্থ্যবিধি মেনে চলছে সব ধরনের কার্যক্রম। এমনকি সিনেমার শুটিংও শুরু হয়েছে। তাই সরকারি অনুদানে নির্মাণাধীন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমনি ও চিত্রনায়ক সিয়াম।  সুন্দরবনসহ বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। শুটিং শেষে বুধবার ঢাকায় ফেরার পথে যশোর বিমানবন্দরে কয়েকটি ছবি তুলেন পরীমনি। আর এসব ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, গ্লাভস ও মাস্ক পরা যুবকের সঙ্গে রয়েছেন পরীমনি। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কি চেনা যায়’।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ কিশোর সাহিত্যের বই অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল। আর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন। গত ১৪ মার্চ এই সিনেমার শুটিং শুরু হয়। লঞ্চে একটানা ২৫ দিন শুটিং করার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবের কারণে আট দিনের শুটিং বাকি রেখেই ঢাকায় ফিরতে হয় সিনেমাটির টিমকে।

Check Also

সালমান শাহর ৪৯তম জন্মদিন আজ

যমুনা নিউজ বিডিঃ জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে তিনি …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com