Breaking News
Home / সারাদেশ / বগুড়া / কাহালুতে সেনাবাহিনীর অভিযান, মাস্ক ছাড়া বের হলেই জরিমানা

কাহালুতে সেনাবাহিনীর অভিযান, মাস্ক ছাড়া বের হলেই জরিমানা

কাহালু প্রতিনিধিঃ  কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমানের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে যান। মাস্ক ছাড়া বাহিরে চলাফেরা, স্বাস্থ্যবিধি, সরকারি নির্দেশনা না মানা ও প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের পরেও দোকান-পাট খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে বেশ কয়েকজনের জরিমানা করা হয়েছে। যার মুখে মাস্ক নেই তার জরিমানা করার পর প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়।

এরিপোট লেখার আগ পর্যন্ত কাহালু পৌর সদর, পাঁচপীর, দুর্গাপুর, সাবানপুর ও গুরুবিশা এলকায় প্রায় ২৫ জনের মত ব্যক্তির ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। করোনা প্রতিরোধে গতকাল সন্ধ্যার পরেও এই অভিযান চলমান ছিলো।

অভিযানে অন্যাদের মধ্যে ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা আমজাদ হোসেনসহ সেনা সদস্যরা ও কাহালু থানার এস আই আশিকুর রহমানসহ পুলিশ ফোর্স।

Check Also

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৫ জন

ষ্টাফ রিপোর্টারঃ ২৪ ঘন্টায় বগুড়ায় ২৪৮ নমুনার ফলাফলে ৫৫ জন নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত …

%d bloggers like this:

Powered by themekiller.com