Home / সারাদেশ / বগুড়া / কাহালুতে মাস্ক ছাড়া জনসাধারণকে বাড়ী থেকে বের না হওয়ার জন্য রাস্তায় থানা পুলিশের ব্যাপক টহল

কাহালুতে মাস্ক ছাড়া জনসাধারণকে বাড়ী থেকে বের না হওয়ার জন্য রাস্তায় থানা পুলিশের ব্যাপক টহল

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে গণ-প্রজাতন্ত্রী সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে শুক্রবার বগুড়ার কাহালুর জনসাধারণকে মাস্ক ছাড়া বাড়ী থেকে বের না হওয়ার জন্য আহবান জানিয়ে কাহালু পৌরসভা ও উপজেলার বিভিন্ন হাট বাজার সহ গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক টহল অব্যাহত রখেছেন বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, কাহালু থানার সেকেন্ড অফিসার শাহিন কাদির, এস আই আশিকুর রহমান (আশিক), এম গাউস, খায়ের, খোকন, মেহেদী হাসান, শামীম, মুকুল, গুলবাহার, মানিক, এ এস আই ওবাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, জহুরুল ইসলাম সহ কাহালু থানার অন্যান্য এস আই, এ এস আই ও পুলিশ সদস্যবৃন্দ। ইতিপূর্বেও কাহালু থানা পুলিশের উদ্যোগে কোভিড নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে কাহালু পৌরসভা সহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণ ও জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়।

Check Also

শিবগঞ্জ থানায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বিকালে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক এক মত …

%d bloggers like this:

Powered by themekiller.com