Home / সারাদেশ / বগুড়া / কাহালুতে (ভিডিএমএস)’র ভোক্তা সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কাহালুতে (ভিডিএমএস)’র ভোক্তা সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

যমুনা নিউজ বিডি ঃ রোববার বগুড়ার কাহালু পৌরপাড়া ভিলেজ ডেভলপমেন্ট মহিলা সংগঠন (ভিডিএমএস)’র কার্যালয়ে উক্ত সংগঠনের ১’শ জন ভোক্তা সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অত্র সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ শাহ্ আলম (জুয়েল)। এ সময় উপস্থিত ছিলেন ভিলেজ ডেভলপমেন্ট মহিলা সংগঠন (ভিডিএমএস)’র কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দ। ঈদ সামগ্রী বিতরণ এর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Check Also

কোটালীপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ইউপি সদস্য জেলহাজতে

যমুনা নিউজ বিডি ঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাকন মৃধা (৩৬) নামের এক ইউপি সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তার …

Powered by themekiller.com