Home / সারাদেশ / কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মজীবী কিশোরের মৃত্যু

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মজীবী কিশোরের মৃত্যু

যমুনা নিউজ বিডি: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব হোসেন (১৩) নামে এক কর্মজীবী কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বিপ্লব কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের লোকমান শেখের ছেলে।

নিহতের প্রতিবেশী নাসিম উদ্দীন জানান, সকালে নিজেদের ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিল বিপ্লব। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সে মারা যায়। বিপ্লব একজন কর্মজীবী কিশোর বলেও জানান এ প্রতিবেশী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, একজন কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে মারা গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই বিপ্লব মারা গিয়েছিল।

Check Also

বগুড়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানব বন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার আয়োজনে মঙ্গলবার শহরের সাতমাথায় মানব বন্ধন কর্মসূচী …

Powered by themekiller.com