Breaking News
Home / সারাদেশ / কাউখালীতে মাতৃদুগ্ধ আইন ও বিধিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাউখালীতে মাতৃদুগ্ধ আইন ও বিধিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যমুনা নিউজ বিডি ঃ পিরোজপুরের কাউখালীতে মাতৃদুগ্ধের বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ব্যবহারের সরঞ্জামাদী বিপণন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর বিধিমালা ও প্রয়োগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, বেশ ফিটিংয়ের আঞ্চলিক পুষ্টিবিদ তাহির ফয়সাল, ডা. হোসাইন আহম্মেদ, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি অংশ নেন।

Check Also

শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান বাশার

আগামী মার্চ মাসে আসন্ন উপজেলা নির্বাচনে শাজাহানপুর উপজেলা থেকে চেয়ারম্যান পদে লড়তে আগ্রহী উপজেলা বিএনপি’র …

Powered by themekiller.com