Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / করোনা জয়ের পর কর্মস্থলে সিরাজগঞ্জের এসপি

করোনা জয়ের পর কর্মস্থলে সিরাজগঞ্জের এসপি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ করোনাভাইরাসের সঙ্গে লড়ে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাসিবুল আলম। বুধবার (৫ আগস্ট) সকালে সদর থানার পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গত ৩১ জুলাই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পুলিশ সুপার হাসিবুল আলমের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে তার শরীরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে। দীর্ঘ ১৮ দিন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ্য হয়ে ওঠেন। পরে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে তিনি কর্মস্থলে যোগদান করেছেন।

জানা যায়, পুলিশ সুপার হাসিবুল আলম, তার স্ত্রী পলি সুলতানা শান্তা ও একমাত্র শিশুকন্যা সেওতি আলম (১০) করোনায় আক্রান্ত হয়ে জেলা পুলিশ সুপারের সরকারি বাস ভবনে আইসোলেশনে ছিলেন। দেশে করোনা মহামারি প্রতিরোধে মার্চের শুরুতেই তিনি এলাকার মাঠপর্যায়ে সংক্রমণ ঠেকাতে সামনে থেকে কাজ করছেন। করোনা প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে ১৩ জুলাই তিনি সপরিবারে করোনায় আক্রান্ত হন।

Check Also

যমুনা নদীতে নৌ-দুর্ঘটনায় কৃষকের মৃত্যু : আহত ৪

যমুনা নিউজ বিডিঃ যমুনা নদীর বাগচর নামকস্থানে নৌ-দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক কৃষকের মৃত্যু …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com