Home / জাতীয় / করোনা আক্রান্ত এমপি রুমিন ফারহানা

করোনা আক্রান্ত এমপি রুমিন ফারহানা

যমুনা নিউজ বিডিঃ   বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক টাইমলাইনে রুমিন ফারহানা লিখেছেন, আমার করোনা পজিটিভ, সবাই দোয়া করবেন। ২০১৯ সালের ২৮মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, কয়েকদিন ধরে রুমিন ফারহানা অসুস্থ। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। তবে আগের চেয়ে এখন ভালো। সকলের দোযা চেয়েছেন তিনি।

Check Also

আসছে ৩৩৭ কোটি টাকার প্রকল্প

যমুনা নিউজ বিডিঃ দেশের পুরো জমিকে অবস্থান ও গুণাগুনের ভিত্তিতে কৃষি, আবাসন, বাণিজ্য, পর্যটন এবং …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com