Home / সারাদেশ / ঢাকা বিভাগ / করোনায় রানা প্লাজার মালিক খালেকের মৃত্যু

করোনায় রানা প্লাজার মালিক খালেকের মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ ঢাকার সাভারের সেই রানা প্লাজার মালিক
করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন।
বি’ষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজে’লা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা’ম্ম’দ সায়েমুল
হুদা।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে রানা প্লাজার মালিক
আব্দুল খালেক (৬০) মা’রা যান। করোনাভাইরাস
পরীক্ষায় তার পজেটিভ পাওয়া গেছে।
এর আগে গত রবিবার (৩১ জুন) আব্দুল খালেকের
শ্বা’সকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে
নেওয়া হয়। কিন্তু তিনি করোনা রোগী কি-না তা
নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি
নেয়নি। পরে বাসায় নিয়ে তাকে চিকিৎসা দেয়া
হচ্ছিল। তিনি করোনা আক্রান্ত কি-না তা জানতে গত
সোমবার (১ জুন) এনাম মেডিক্যাল কলেজে তার
নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পাওয়া ফলাফলে
দেখা যায় তিনি করোনা পজিটিভ। কিন্তু এর আগেই
ভোরে আব্দুল খালেকের মৃ’ত্যু হয়।
সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা
প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মা’রা যান।আহত
হন কয়েক হাজার মানুষ। হতাহতের বেশির ভাগই
ছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ওই ঘটনায়
দায়ের করা একাধিক মা’মলার আ’সামি আব্দুল খালেক
দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন। তবে তার ছেলে সোহেল রানা বর্তমানে কারাগারে রয়েছেন।

Check Also

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি, পানিবন্দি ৭ হাজার মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে ব্রহ্মপুত্র …

%d bloggers like this:

Powered by themekiller.com