Home / জাতীয় / করোনায় আটকে যাওয়া সুপারিশ চূড়ান্ত করতে এসএসবির বৈঠক বসছে আজ

করোনায় আটকে যাওয়া সুপারিশ চূড়ান্ত করতে এসএসবির বৈঠক বসছে আজ

যমুনা নিউজ বিডিঃ প্রশাসনে যুগ্ম-সচিব পদে পদোন্নতি প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ এসএসবির (সুপিরিয়র সিলিকশন বোর্ড) বৈঠক বসছে। এর আগে এ সংক্রান্ত সুপারিশ এক রকম চূড়ান্ত করা হলেও করোনা সংকটে তা আটকা পড়ে যায়।

প্রসঙ্গত, যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিতে ফেব্রুয়ারি মাসের শেষদিকে এসএসবির বৈঠক শুরু হয়। এরপর কয়েক দফা বৈঠকের পর মার্চের শেষ সপ্তাহে সুপারিশ চূড়ান্ত করাসহ পদোন্নতি প্রদানের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু করোনা সংকটে সরকারি ছুটি দফায় দফায় বাড়তে থাকায় পুরো বিষয়টি দীর্ঘসূত্রিতায় আটকা পড়ে।

সূত্র জানায়, এবারের পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে বিবেচনায় এসেছে ১৮তম ব্যাচ। বেশ কয়েক বছর অপেক্ষা করার পর যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেতে যাচ্ছেন এ ব্যাচের পদোন্নতিযোগ্য কর্মকর্তারা। ব্যাচের ৯১ জন কর্মকর্তার মধ্যে ২০১৩ সালের মার্চে ৬৭ জনকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। পরবর্তীতে চার ধাপে ব্যাচের আরও ২৪ জন পদোন্নতি পান।

সব মিলিয়ে এখন প্রাথমিকভাবে পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা ৮৩ জন। বাকি ৭-৮ জনের ক্ষেত্রে পদোন্নতি বিচেনার শর্ত পূরণ হয়নি। এছাড়া যথারীতি ইতোপূর্র্বে যুগ্ম-সচিব পদে পদোন্নতি বঞ্চিত লেফটআউট কর্মকর্তাদের মধ্য থেকে স্বল্পসংখ্যক কর্মকর্তা এবার পদোন্নতির দেখা পাবেন।

তবে ১৮তম ব্যাচসহ পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের বিষয়টি এসএসবির বৈঠকে বিশেষভাবে পর্যালোচনা করা হবে। কেন প্রথম ধাপে ১৮তম ব্যাচের ২৪ জনকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়নি, তার কারণও বিশ্লেষণ করা হয়েছে। তবে যারা যৌক্তিক কারণে উপসচিব পদে একাধিকবার বঞ্চিত হয়ে পরবর্তীতে পদোন্নতি পান তাদের কেউ কেউ এ দফায় যুগ্ম-সচিব হতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।

এদিকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি হওয়ার পর উপসচিব পদে পদোন্নতির প্রস্তুতি শুরু হবে। করোনা সংকট তৈরি না হলে এ মাসেই উপসচিব পদে ২৭তম ব্যাচের পদোন্নতি শুরু হওয়ার কথা ছিল।

Check Also

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাউন্সিল গঠন

যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১২ …

%d bloggers like this:

Powered by themekiller.com