Home / আন্তর্জাতিক / করোনার ভ্যাকসিন গ্রহণকারী অসুস্থ, অক্সফোর্ডের ট্রায়াল স্থগিত

করোনার ভ্যাকসিন গ্রহণকারী অসুস্থ, অক্সফোর্ডের ট্রায়াল স্থগিত

যমুনা নিউজ বিডিঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি নভেল করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় ও শেষ ধাপের ট্রায়াল স্থগিত করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরীক্ষামূলক ট্রায়ালে করোনার ভ্যাকসিনটি শরীরে নেওয়া যুক্তরাজ্যের এক নাগরিক অসুস্থ হওয়ায় ট্রায়াল স্থগিত করা হয়েছে।
ভ্যাকসিন উৎপাদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অংশীদার অ্যাস্ট্রাজেনেকা বলছে, ট্রায়াল স্থগিতের এ ঘোষণা নিয়মিত কার্যক্রমের অংশ। কেননা ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যক্তির অসুস্থ হওয়ার কারণ এখনো অজানা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘বড় বড় ট্রায়ালের সময় দৈবাৎ কেউ কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। এসব ক্ষেত্রে আলাদাভাবে ওই ব্যক্তিদের সার্বিক পরিস্থিতি সতর্কভাবে পর্যালোচনা করা হয়ে থাকে।’
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনটির ট্রায়াল বিশ্বজুড়েই চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ৩০ হাজার মানুষের ওপর অক্সফোর্ডের এ ভ্যাকসিনের তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষামূলক ট্রায়াল চলছিল।
এ ছাড়া দেশে দেশে করোনার ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর হিসেবে বৈশ্বিক অবস্থানেরও শীর্ষে রয়েছে।

Check Also

কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ

যমুনা নিউজ বিডিঃ  কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আর-সাবাহ দেশটির নতুন আমির ঘোষিত …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com