Home / বিনোদন / কণ্ঠশিল্পী পরিষদের আত্মপ্রকাশ

কণ্ঠশিল্পী পরিষদের আত্মপ্রকাশ

যমুনা নিউজ বিডিঃ ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’ নামে সংগঠন ঘোষণার মাধ্যমে ঐক্যবদ্ধ হলেন দেশের কণ্ঠশিল্পীরা। দুই মাসের প্রস্তুতি শেষে মঙ্গলবার বিবৃতি দিয়েছেন তারা।

এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং যুগ্ম আহ্বায়ক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক কুমার বিশ্বজিৎ ও গায়ক হাসান আবেদুর রেজা জুয়েল।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুরশীদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা ও ইয়াকুব আলী খান।

নতুন এ সংগঠনের ২৩ সদস্যের নির্বাহী কমিটিতে আছেন- ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, সাদি মহম্মদ, কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রুমানা মোরশেদ কনকচাঁপা, আসিফ আকবর, অদিতি মহসিন, খায়রুল আনাম শাকিল, শফি মণ্ডল, রবি চৌধুরী, এস আই টুটুল, আগুন, আঁখি আলমগীর, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নী, অনিমা রায়, প্রিয়াংকা গোপ, মঈদুল ইসলাম খান শুভ, জয় শাহরিয়ার, কিশোর দাস, সোমনুর মনির কোনাল ও ইলিয়াস হোসাইন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সংঘবদ্ধ হয়ে চমক দেখায় দেশের সিংহভাগ গীতিকবি। তৈরি করেন ‘গীতিকবি সংঘ’ নামে একটি সংগঠন। এর পরপরই আত্মপ্রকাশে আসে মিউজিক কম্পোজারস অ্যাসোসিয়েশন। সংগীতের প্রধানতম কারিগরদের পর এবার ঘোষণা এলো কণ্ঠশিল্পীদের সংগঠনের।

Check Also

বিগ বসের প্রত্যেক কর্মী বেতন পাচ্ছেন তো? সালমান যা করলেন

যমুনা নিউজ বিডিঃ  আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১৪। টেলিভিশনের গ্র্যান্ড রিয়্যালিটি …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com