যমুনা নিউজ বিডি ঃ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি সোনাসহ সাদিকুর রহমান সামু নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক সামু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের জালাল উদ্দিন আবিরের ছেলে।
আজ শনিবার দুবাই থেকে আসা বিজি-২৪৮ বিমানের ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
ওসমানী বিমানবন্দর সিভিল এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় যাওয়ার পথে যাত্রা বিরতির সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রী আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে থেকে ২২ পিস স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা।
উদ্ধারকৃত এই সোনার বাজারমূল্য অনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে আর্মড পুলিশ।