Breaking News
Home / সারাদেশ / বগুড়া / ঐক্যবদ্ধের পথে বগুড়া বি এন পি ,শীগ্রই আসছে নতুন কমিটি

ঐক্যবদ্ধের পথে বগুড়া বি এন পি ,শীগ্রই আসছে নতুন কমিটি

যমুনা নিউজ বিডি ঃ দেশের রাজনৈতিক ,ভৌগোলিক প্রেক্ষাপটে বগুড়া একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। উপরুন্তু বি এন পির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় সারা বাংলাদেশের মানুষের চোখ থাকে এই বগুড়ার দিকে। এছাড়াও বগুড়াকে আন্দোলন সংগ্রামের তীর্থস্থান বলা হয়ে থাকে।কিন্তু গত কয়েকদিন বি এন পি কে ঘিরে কয়েকটি জাতীয় পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ার কারনে অনেকটাই ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বি এন পি অধ্যুসিত এই এলাকার মানুষের মাঝে। নেতা কর্মীদের এমন বিভক্তিতে চিন্তিত হয়ে পড়েছে বগুড়াবাসী ,তারা ভবিষ্যতে বি এন পির আন্দোলন নিয়ে শংকা প্রকাশ করেছেন এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বি এন পির একজন তৃণমূল পর্যায়ের নেতা জানান ,বগুড়া বি এন পির জন্য একটি গুরুত্বপূর্ণ শহর তাই দ্বিধা -দ্বন্দ্ব ভুলে এই দুঃসময়ে বি এন পির ঐক্যবদ্ধ থাকা জরুরি।যা সামনের দিনগুলোতে বি এন পির আন্দোলন সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এব্যাপারে জানতে চাইলে কেন্দ্রীয় বি এন পির নির্বাহী সদস্য বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী অজগর তালুকদার হেনা কিছু বলতে অস্বীকৃতি জানান। তবে বি এন পির বিভক্তি নিয়ে জানতে চাইলে বগুড়া সদর উপজেলা বি এন পির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান ,৭/৮ বছর ধরে জেলা বি এন পির কোনো কমিটি নেই ,ছোট খাটো গ্রুপিং তো থাকবেই এইসব নেতৃত্ব পাওয়ার প্রতিযোগিতা মূল প্রোগ্রামগুলো আমরা সবাই মিলে করে থাকি,গতকালও সদর উপজেলা বি এন পির ইফতার মাহফিলে বি এন পি প্রধানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এড:মাহবুবুর রহমান সহ সকল নেতা কর্মীই উপস্থিত ছিলেন এ থেকেই বোঝা যায় বি এন পি একতাবদ্ধ।তিনি জানান বগুড়া বি এন পি কে ভাগ করার সাহস এখানে বাস্তবে কারো নেই যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা। তিনি আরো যোগ করেন শিগ্রই জেলা বি এন পির নতুন কমিটি আসছে ,যার মধ্যে দিয়ে বি এন পি সকল ভেদাভেদ ভুলে সর্বশক্তি দিয়ে রাজপথে নামতে বদ্ধপরিকর।

Check Also

মুক্তিপণের দাবিতে অপহৃত নারী উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

যমুনা নিউজ বিডি:  মুক্তিপণের দাবিতে রাজশাহীর দুর্গাপুর থেকে অপহৃত এক নারীকে গাজীপুরের মৌচাক থেকে উদ্ধার করেছে …

Powered by themekiller.com