Home / বিচিত্র খবর / এ কোন আজব ব্যাপার, রংপুরে হাঁস ছানার মাথায় শিঙ!

এ কোন আজব ব্যাপার, রংপুরে হাঁস ছানার মাথায় শিঙ!

যমুনা নিউজ বিডিঃ মাথার ওপর প্রায় নিজের সমান একটা শিঙ। এক মাস
বয়সী হাঁস ছানাটির মাথায় হঠাৎ গজানো এই শিঙ সজারু
কাটার মতো শক্ত।
দ্রুত বর্ধনশীল এই শিঙ নিয়ে হুলুস্থুল পড়েছে
রংপুরের পীরগাছা উপজে’লার কল্যাণী বড়দরগা
গ্রামের আনিসুর রহমানের বাড়িতে।
আনিসুর জানান, ৫ স’প্তাহ  আগে বাড়ির একটি হাসের
ডিম ফুটে ১৪টি বাচ্চা বের হয়। গত স’প্ত াহে হঠাৎ
করেই একটি ছানার মাথায় বাড়ন্ত কিছু দেখেন। দু-তিন
দিনের মধ্যে সেটি দেড় ইঞ্চির মতো বেড়ে
যায়।
প্রাণীসম্পদ দ’প্ত রের ভেটেরিনারি সার্জন
ফরহাদ নোমান শিমুল জানান, হাঁসের ছানার শিঙ থাকেনা,
জীনগত সমস্যার কারণে এমনটি হয়ে থাকতে
পারে।
ধাতব বস্তুর মতো শক্ত শিঙ-সদৃশ লম্বা অংশটি নিয়ে
ঝিম ধরে থাকলেও হাঁস ছানাটি দেখতে মানুষ ভিড়
করছে ওই বাড়িটিতে। ভিড়ের কারণে স্থানীয়
ইউনিয়ন পরিষদ সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত
করতে সতর্ক করেছে।

Check Also

সূর্যের রং কোন কোন সময় লাল কেন?

যমুনা নিউজ বিডিঃ এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জেগেছে এই সূর্যের রং কেন লাল? আপনি …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com