Home / খেলাধুলা / এমবাপেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পেলে

এমবাপেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পেলে

যমুনা নিউজ বিডি: তার অবিশ্বাস্য গতি, চোখ ধাঁধানো ফুটবল দেখে অনেক বিশেষজ্ঞই বলছেন, ব্রাজিল কিংবদন্তি পেলে আবার ফ্রান্সের জার্সিতে ফিরে এসেছেন মাঠে। তরুণ তুর্কী কিলিয়ান এমবাপেকে নিয়ে স্বয়ং পেলের উচ্ছাসও কম নয়। গতকাল বৃহস্পতিবার ২০ বছরে পা দিলেন এমবাপে। এই বিশেষ দিনে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে গেছেন তিনি।

এমবাপের জন্মদিনে সোশ্যাল সাইট টুইটারে পর্তুগিজ ভাষায় শুভেচ্ছাবার্তা লিখেন পেলে। এতে লেখা ছিল, ‘শুধুমাত্র বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী মেধাবীরাই অল্প বয়সে সেটি প্রকাশ করতে পারে। মাত্র ২০ তম জন্মদিন পালন করছে এমবাপ্পে। সামনে কি ঘটবে সেটি ভেবেই আমি রোমঞ্চিত।’

চলতি বছর বছর রাশিয়া বিশ্বকাপের ৪ গোল করেছিলেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। এর মধ্যে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ছিল একটি গোল। ম্যাচে ফ্রান্স ৪-২ গোলে জয় নিয়ে বিশ্বকাপের শিরোপা জয় করে। ওই গোলের সুবাদে দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার বিরল রেকর্ডে জায়গা পেয়ে যায় ফ্রান্স। এর আগে পেলে ১৯৫৮ বিশ্বকাপে এমন ঘটনার জন্ম দিয়েছিলেন।

৭৮ বছর বয়সী পেলে ওই ঘটনায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকাকে বার বার শুভকামনা জানিয়েছিলেন টুইট বার্তায়। চলতি মাসের শুরুতে ফুলহা দি সাও পাওলো পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারেও ফরাসি উদীয়মান তুর্কীর প্রশংসা করেছিলেন পেলে। যিনি ১৭ বছর বয়সে জয় করেছিলেন বিশ্বকাপের শিরোপা।

Check Also

সুপার ওভারে প্রোটিয়াদের কাছে হারল শ্রীলংকা

যমুনা নিউজ বিডি :  দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে সুপার ওভারে …

Powered by themekiller.com