Breaking News
Home / সারাদেশ / বগুড়া / এমপি হাবিবর রহমানকে শেরপুর উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা

এমপি হাবিবর রহমানকে শেরপুর উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. হাবিবর রহমান পরপর তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাংসদের নিজ বাসভবনে ১৩ জানুয়ারী রবিবার সন্ধ্যায় তাঁকে শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় শেরপুর পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর নাজমুল আলম খোকন, এমপি’র পিএস কোরবান আলী মিলন, সাংবাদিকদের মধ্যে শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক বাদশা আলম, সাংবাদিক শরিফ উদ্দীন সাকিদার, শফিকুল ইসলাম বাবলু, সৌরভ অধিকারী শুভ, আব্দুল ওয়াদুদ, আবু বকর সিদ্দিক, আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. হাবিবর রহমান স্থানীয় সাংবাদিকদের সব ধরণের সহযোগিতার আশ^াস দিয়ে বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক ও সমাজের দর্পণ। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। তাই আপনারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবেন। এতে দেশের সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সফল করতে সহায়ক শক্তি হিসেবে পরিণত হয়ে জনগণ উপকৃত হবে। শেরপুর-ধুনটের উন্নয়নে যদি কোন সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ট লিখনীর মাধ্যমে এ উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করাসহ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান তিনি। শেষে সাংসদ হাবিবর রহমান উপস্থিত স্থানীয় সাংবাদিকদের মিষ্টিমুখ করান।

Check Also

ধুনটে খোকন চেয়ারম্যান, মহসীন ও পপি ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: সোমবার বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাত ১০টায় …

Powered by themekiller.com