Home / বিনোদন / এবার সানি লিওনের মোমের মূর্তি

এবার সানি লিওনের মোমের মূর্তি

যমুনা নিউজ বিডি ঃ  আপনি কী সানি লিওনের ভক্ত, একটা সেলফি তুলতে চান এই অভিনেত্রীর সাথে? যদি এমনটা হয়, তাহলে আপনার জন্য একটি সুযোগ অপেক্ষা করছে। দিল্লির মাদাম তুসো মোমের জাদুঘরে উদ্বোধন করা হয়েছে এই বলিউড সেনসেশনের মোমের মূর্তি।

গতকাল মঙ্গলবার অভিনেত্রী তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দিল্লির মাদাম তুসোতে নিজের মোমের মূর্তি উদ্বোধন করেন।

এ বিষয়ে সংবাদ সংস্থা আইএএনএস-কে অভিনেত্রী জানান, আমি খুবই খুশি এবং নিজের মূর্তি দেখে আপ্লুত। অনেক মানুষ মিলে অনেকটা সময় কাজ করে আমার মূর্তিটাকে যথাযথ আকার দিয়েছে। ওদের পরিশ্রম সত্যিই অতুলনীয়। সত্যিই এটা একটা দারুণ অনুভূতি। আমাকে এই অনন্য সন্মানে ভূষিত করায় আমি আপ্লুত।

ইনস্টাগ্রামে সানির শেয়ার করা একটা ভিডিও স্টোরিতে দেখা গেছে, মাদাম তুসোর বিশেষজ্ঞরা সানির দেহের মাপ ও ছবি তুলে নিচ্ছে। ভিডিওর ক্যাপশনে সানি লিখেছিলেন, আমি আজকের অন্যান্য সমস্ত ছবি শেয়ার করার আগে আমার মাদাম তুসো দিল্লি ফিগার তৈরি দেখে নিন!

দিল্লির মাদাম তুসোয় আগে থেকেই অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, শাহরুখ খান, অনিল কাপুর, মধুবালা এবং দীপিকা পাডুকোনের মোমের মূর্তি আছে।
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

Check Also

নুড হতে হলে পর্ন মুভি করবেন কমলিকা

যমুনা নিউজ বিডি:  ভারতের কমলিকা চন্দ। পর্দায় উপস্থিতি মানে একটু অন্য কিছু। অভিনয়ে সমালোচকদের কাছে …

Powered by themekiller.com