Home / তথ্যপ্রযুক্তি / এবার চাঁদে বসছে মোবাইল টাওয়ার

এবার চাঁদে বসছে মোবাইল টাওয়ার

যমুনা নিউজ বিডি ঃ অবিশ্বাস্য হলেও সত্য এবার চাঁদে মোবাইল টাওয়ার বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কাজটি করছে ভোডাফোন নামে একটি মোবাইল ফোন অপারেটর। এ প্রকল্পে ভোডাফোনের সঙ্গে আছে নোকিয়া এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থা অডি।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৯-এর মধ্যেই চাঁদে বসবে প্রথম মোবাইল টাওয়ার। এতে পৃথিবী থেকে মোবাইল সিগন্যাল পাঠানো হবে, যা আবার চাঁদ থেকে পৃথিবীতে ফেরত আসবে।

নতুন এ টাওয়ার স্থাপনের ফলে চাঁদ থেকে চতুর্থ প্রজন্মের ইন্টারনেটের মাধ্যমে ভিডিও স্ট্রিমিং পৃথিবীতে পাঠানো সম্ভব হবে। চাঁদের মাটিতেই বসানো হবে সেই টাওয়ার।

ভোডাফোন কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদে টাওয়ার বসানোর যাবতীয় প্রযুক্তিগত সাহায্য করছে নোকিয়া। ২০১৯ সালে কেপ ক্যানাভেরাল থেকে এলন মাস্কের কোম্পানি ‘স্পেস এক্স’-এর ‘ফ্যালকন ৯’ রকেটে করে চাঁদে পাঠানো হবে ওই টাওয়ার।

বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্সের উদ্যোগে সেটাই হতে চলেছে বিশ্বের প্রথম বেসরকারি চন্দ্রাভিযান। চাঁদে মানুষের পদার্পণের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ টাওয়ার স্থাপন করা হবে।

Check Also

১ হাজার কোটি টাকা দামের স্মার্টফোন

যমুনা নিউজ বিডি: দামি মোবাইল ফোন ব্যবহারের শখ প্রায় সবারই আছে। কিন্তু সেটা কত দামি হতে …

Powered by themekiller.com