Home / খেলাধুলা / এটা সম্পূর্ণ মিথ্যা কথা : রুবেল হোসেন

এটা সম্পূর্ণ মিথ্যা কথা : রুবেল হোসেন

যমুনা নিউজ বিডি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ পেসার ছাড়াই খেলেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে মুস্তাফিজুর রহমান থাকলেও নামকাওয়াস্তে মাত্র ৪ ওভার বোলিং করেছেন। কিন্তু ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের দলে আছে চার পেসার। তাদের একজন রুবেল হোসেন আজ মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হলেন গণমাধ্যমের। তাকে পেয়েই ছুড়ে দেওয়া হলো একটি প্রশ্ন- আপনি নাকি টেস্ট ক্রিকেট পছন্দ করেন না?

জবাবটা বেশ জোরের সঙ্গেই দিলেন রুবেল। বললেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করেছে জানি না। আমি টেস্ট খেলতে চাইব না কেন? এই ক্রিকেটই আমার রুটি-রুজি। এটা করেই আমাকে চলতে হয়। আমার পরিবার চলে। খেলার সঙ্গে তো প্রতারণা করার কিছু নেই। আমি জানি না এটা কারা ছড়িয়েছে, কখনই বলিনি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।’

লম্বা স্পেলে বোলিং করতে না চাওয়ার একটা অভিযোগও শোনা যায় রুবেলের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়ে রুবেল বললেন, ‘এ ধরনের কিছু না। আমি বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি। টেস্ট যদি উপভোগই না করতাম তাহলে এটা এড়িয়ে চলতাম। খেলার সঙ্গে কখনোই প্রতারণা করি না।’

 

Check Also

বন্ধু, কতদিন পর দেখা

যমুনা নিউজ বিডি: ভক্তদের কাঁদিয়ে এই বছরের মে মাসে দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনাকে বিদায় জানিয়ে দিয়েছেন স্প্যানিশ …

Powered by themekiller.com