Home / বিনোদন / একনজরে বলিউডের প্রথম ৬ মাস

একনজরে বলিউডের প্রথম ৬ মাস

যমুনা নিউজ বিডি ঃ বলিউড বক্স অফিস তার রিপোর্ট কার্ড প্রকাশ করেছে। আর এই রিপোর্ট কার্ডটি ২০১৮ সালের প্রথম ছয় মাসের। আনুমানিক ৫০টি ছবি মুক্তি পেয়েছে এই ছয় মাসে। যার মধ্যেই অনেকগুলো ছবিই বেশ হিট ছিল।

এ প্রসঙ্গে বলিউড ছবির পরিবেশক এবং ট্রেড ভেটেরান আমোদ মেহরা বলেন, গত ৬ বছরের তুলনায় এ বছরের প্রথম অর্ধেকে আমরা অনেক বেশি হিট পেয়েছি। ষাট, সত্তর ও আশির দশককে হিন্দি সিনেমার সোনালি সময় বলা হয়। আমার মনে হচ্ছে সেই সময়টা আবার ফিরে এসেছে। আমরা বর্তমানে প্রতিটি জেনারেশনের শিল্পীদের ভালো কাজ দেখছি।

তিনি আরো বলেন, এমনকি অফবিট ছবিগুলোও বেশ ভালো ব্যবসা করেছে। ‘১০২ নট আউট’ বা ‘হিচকি’র মতো অফবিট ছবিগুলোর ব্যবসা নিয়ে সন্দেহ থাকলেও পরে এগুলো বেশ ভালো কালেকশন করেছে।

আসুন, এবার দেখে নিই বলিউড বক্স অফিসের গত ৬ মাসের চিত্র।

১. ব্লকবাস্টার
পদ্মাবত : ২৮২.১৮ কোটি রুপি

২. হাই গ্রোসার
রেস ৩ (১৬৩.০৫ কোটি), বাঘি ২ (১৬০.৭৪ কোটি), রাজি (১২১.০৭ কোটি), রেইড (১০১.৫৫ কোটি), সোনু কে টিটু কি সুইটি (১০০.৮০ কোটি)

৩. হিট
প্যাড ম্যান (৮১ কোটি), বীর ডি ওয়েডিং (৭৯.৩৫ কোটি), পরমাণু : দ্য স্টোরি অব পোখরান (৬৪.১২ কোটি), ১০২ নট আউট (৫১.৭৬ কোটি), হিচকি (৪৬.১৮ কোটি)

৪. অ্যাভারেজ
অক্টোবর (৪০.৫০ কোটি), পরী (২৭.৫৭ কোটি), আইয়ারি (১৭.৫১ কোটি)
সূত্র : ডিএনএ

Check Also

হলিউড সিনেমায় টাইগার শ্রফ?

যমুনা নিউজ বিডি ঃ বলিউডের উঠতি অভিনেতা টাইগার শ্রফ। অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে …

Powered by themekiller.com