Home / আন্তর্জাতিক / উর্দিতে ‘ট্রাম্প বিরোধী’ লোগো; হেনস্থার শিকার সোয়াট অফিসার

উর্দিতে ‘ট্রাম্প বিরোধী’ লোগো; হেনস্থার শিকার সোয়াট অফিসার

যমুনা নিউজ বিডি: দক্ষিণ ফ্লোরিডা সফর শেষে ফেরার পথে গত শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সএর পোস্ট করা দুটি ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিদুটিতে দেখা যাচ্ছে কয়েকজন সোয়াট কর্মকর্তার সঙ্গে হাসিমুখে কথা বলছেন মাইক। এই সশস্ত্র কর্মকর্তারা তার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। কিন্তু টুইটারে সেই ছবি পোস্ট করতেই শুরু হয় বিপত্তি!

বিপত্তির কারণ একটি লোগো। মাইকের বামপাশে দাঁড়ানো এক সোয়াট অফিসারের উর্দিতে ইংরেজি ক্যাপিটাল লেটারে ‘Q’ লেখা লোগো লাগানো ছিল। এটি নীরিহ একই বর্ণ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে ‘Q’ বর্ণটি এত সহজে গ্রহণ করা হয় না। গত বছর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের বিরুদ্ধে একদল মানুষ জনমত তৈরির চেষ্টা চালিয়ে আসছে। যাদের বলা হয় ‘কিউ অ্যানন’। এই থিওরিতে আস্থা রাখা ট্রাম্প বিরোধীদের লোগো হলো ‘Q’।

বেচারা সোয়াট অফিসার এরপর সোশ্যাল সাইটে পড়েছেন তোপের মুখে। ভাইস প্রেসিডেন্ট সাহেবকেও ছেড়ে কথা বলছে না ট্রাম্প সমর্থকেরা। চোখের সামনে এমন ঘটনা দেখেও মাইক কেন ব্যবস্থা গ্রহণ না করে ছবি পোস্ট করেছেন, সেই প্রশ্ন উঠছে। তবে এই ছবি পোস্ট করায় সবচেয়ে বেশি খুশি হয়েছে ট্রাম্প বিরোধীরা। ছদ্মনামে তারা সোশ্যাল সাইটে বলে বেড়াচ্ছেন, ‘আমাদের প্রতিবাদ ছড়িয়ে যাচ্ছে!’

Check Also

ইশার বিয়ের অতিথিদের জন্য ২০০ প্লেন

যমুনা নিউজ বিডি: ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির কন্যা ঈশা আম্বানির বিয়ে নিয়ে ভারতে চলছে তুমুল …

Powered by themekiller.com