Home / জাতীয় / ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

যমুনা নিউজ বিডি ঃ আসন্ন রোজার ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, ছাত্র পরিষদের সভাপতি রাজু ও সাধারণ সম্পাদক সেলিম, ইডেন কলেজের ছাত্রী সুরাইয়া ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের আগে দাবি না মানলে ঈদের পরে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন তারা। ২৯ জুন ‘৩০ এর শিকল নিয়ে অবস্থান কর্মসূচি’, ৩০ জুন রক্তদান কর্মসূচি ও ৭ জুলাই সকাল থেকে শাহবাগে লাগাতর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, ৬ জুন জাতীয় সংসদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে ছাত্রছাত্রীদের দাবির বিষয়টি নাকচ করে দেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় তিনি বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সেশনজট নেই বলে মন্তব্য করেছেন। এই কথাটি মনোগত কল্পনা ও আবেগ নির্ভর।

Check Also

কাল মহাষ্টমী ও কুমারী পূজা

যমুনা নিউজ বিডি:  সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী ছিল আজ মঙ্গলবার। …

Powered by themekiller.com