Home / শিক্ষাঙ্গন / ইবিতে আন্তর্জাতিক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক সেমিনার

যমুনা নিউজ বিডি ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘হিস্টোরিক্যাল অ্যান্ড ল্যাঙ্গুয়েস্টিক্যাল ফিচার অব অ্যারাবিক’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

বিভাগীয় অধ্যাপক ড. কামরুল হাসানের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধের ওপর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভরতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফার্সি বিভাগের অধ্যাপক ড. এম ইশারাত আলী মোল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোস্তাক মু. আল মুনাওয়ার আলী।

Check Also

কুমিল্লার চলন্ত সিএনজিতে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, নিহত ৪

যমুনা নিউজ বিডি ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে …

Powered by themekiller.com